খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম
- আপডেট সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম। এতে বিপাকে পড়ছে স্থানীঁয় আড়াই হাজার কৃষক। প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। জাতীয় নদী রক্ষা কমিশন বলছে, কোনো অবস্থাতেই খাল ভরাট করতে দেয়া হবে না। এদিকে, পলি পড়ে ভরাট হওয়ায় খালের অস্তিত্বই খুঁজে পাচ্ছে না বলে দাবি করেছে, উপজেলা প্রশাসন।
জলাশয় ভরাটে বিধি-নিষেধ থাকলেও মাদারীপুরের রাজৈরে তা মানছে না প্রশাসন। আমগ্রাম ইউনিয়নে সেনখালের প্রায় এক কিলোমিটার অংশ ভরাট করে চলছে আশ্রয়ণ প্রকল্পের কাজ। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কয়েক হাজার কৃষক।
এই খাল দেশীয় মাছের উৎস। এর পানি দিয়ে জমিতে সেচ, পাট প্রক্রিয়াজাতকরণ করা হয়। এছাড়া, পানি নিষ্কাশন ও কৃষি পণ্য পরিবহনসহ নানা কাজে ব্যবহৃত হয়। কিছু অংশ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল।
ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। কোনো অবস্থাতেই খাল ভরাট করে গুচ্ছগ্রাম করতে দেয়া হবে না বলে জানান তারা।
পলি পড়ে ভরাট হওয়ায় খালের অস্তিত্বই খুঁজে পাচ্ছেনা বলে জানায়, উপজেলা প্রশাসন।
সেনখালের দুই একর পাঁচ শতাংশ জমিতে হতদরিদ্রদের জন্য ৩৫টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা।