খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বৃদ্ধি
- আপডেট সময় : ০৫:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, প্রতি ইউনিটে ক্ষুদ্র পর্যায়ে ৩৪ পয়সা আর বৃহৎ গ্রাহক পর্যায়ে ৭০ পয়সা দাম বাড়ছে। মার্চ থেকে এই দাম কার্যকরের কথা থাকলেও গ্রাহকদের ফেব্রুয়ারির বিল থেকেই এটা কার্যকর হবে। ভর্তুকি কমিয়ে আনতে আগামী ৩ বছর ধারাবাহিকভাবে বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। তেলের দামও সমন্বয় করা হবে বলেও জানান নসরুল হামিদ।
বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ে সচিবালয়ে গণমাধ্যমকে জানান বিদ্যুৎ, জ্বালানি এ খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, ডলার সংকটের কারণে এ বছর সরকারকে বিদ্যুতে প্রায় ৪৩ হাজার কোটি ভর্তুকি গুণতে হবে। তাই ফেব্রুয়ারি থেকেই নতুন দামে বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে। এদিকে, মার্চ থেকে প্রতি মাসে একটু একটু করে সমন্বয় করা হবে জ্বালানি তেলের দাম। শিগগিরই তেলের দামের প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ডলারের সাথে সমন্বয় করে গ্যাসের দামও বাড়ানো হবে জানান নসরুল হামিদ।