খুব শিগগিরই ভারতে বাংলাদেশী পণ্যের রপ্তানি দুই বিলিয়ন ডলারে পৌঁছুবে
- আপডেট সময় : ০৮:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৬১৪ বার পড়া হয়েছে
খুব শিগগিরই ভারতে বাংলাদেশী পণ্যের রপ্তানি দুই বিলিয়ন ডলারে পৌঁছুবে। এমন আশা ব্যক্ত করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদের দাবি, আসামের গৌহাটিতে নতুন ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দু’দেশের বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনা সম্ভব হবে। বিকেলে ঢাকার একটি হোটেলে ভারতের আসামে অনুষ্ঠিত ইন্দো-বাংলা সম্মেলনের সফলতা তুলে ধরতে গিয়ে, সাংবাদিকদের এসব জানিয়েছে আইবিসিসিআই।
ভারত থেকে বছরে বাংলাদেশ আমদানি করে ৮৬২ কোটি ডলারের পণ্য। অন্যদিকে, দেশটিতে বাংলাদেশের রপ্তানি মাত্র প্রায় ১শো কোটি ডলার ।অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৭শ৫০কোটি ডলার।
বাণিজ্য ঘাটতি নিরসনে, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার দীর্ঘদিন কাজ করার পর নতুন ব্যবসা ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে আসাম, মেঘালয় ও গোহাটিকে। বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ কটি চুক্তিও স্বাক্ষর করা হয় আইবিসিসিআইএর মধ্যস্থতায়। সংবাদ সম্মেলনে জানানো হয় সব কিছু ঠিক থাকলে, ভারতে রপ্তানীর পরিমান দ্বিগুন হবে।
এক প্রশ্নের জবাবে আইবিসিসিআই সভাপতি বলেন, ভুটানের কারনে দেরী হলেও, বিবিআইএন এর আওতায় আপাতত বাংলাদেশ ভারত ও নেপাল সরাসরি সড়ক যোগাযোগ শুরু করবে।
সব কিছু ঠিক থাকলে আসামের গোহাটি থেকে নদীপথের মাধ্যমে ব্যাপক বাণিজ্য সুবিধা পাবে বাংলাদেশ যা উদাহরন হবে বলেও জানান আবদুল মাতলুব আহমাদ।