খুলনায় অপরিকল্পিত উন্নয়নে দুর্ভোগ চরমে

- আপডেট সময় : ০১:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
খুলনায় অপরিকল্পিত উন্নয়ন কাজে দুর্ভোগ চরমে। ইচ্ছামতো সড়ক খুঁড়ে সংস্কার, পাইপ, ম্যানহোল বসানোসহ বিভিন্ন কাজের ফলে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলোর বেহাল অবস্থা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেসিসির গুরুত্বপূর্ণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ৬০৭ কোটি টাকা ব্যয়ে ছোট-বড় ৫৭১টি সড়ক সংস্কার ও মোড় প্রশস্তকরণ কাজ চলছে।
অপরদিকে, পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নয়নে দুই হাজার ৩৩৪ কোটি টাকা ব্যয়ে ২৬৯ কিলোমিটার সড়ক খুঁড়ে পাইপ বসানোর কাজ করছে ওয়াসা। ১২৫ কোটি টাকা ব্যয়ে নগরীর দুটি সড়ক পুনঃনির্মাণ এবং ড্রেন নির্মাণের কাজ করছে সড়ক বিভাগ।তবে খুলনা ওয়াসা বলছেন, রাস্তা সংস্কারের জন্য কর্পোরেশনকে তাদের প্রাপ্ত অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে।সচেতন নাগরিক কমিটি বলছেন, এক সড়ক বার বার খোঁড়াখুঁড়িতে একদিকে যেমন দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে।