খুলনায় আর্মি ইনজিনিয়ারিং স্কুল ও সেনানীড় প্রজেক্ট উদ্বোধন সেনা প্রধানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
খুলনায় আর্মি ইনজিনিয়ারিং স্কুল ও সেনানীড় প্রজেক্ট উদ্বোধন ও গোপালগঞ্জে শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫’শ অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ। সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫শ’ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি ইনজিনিয়ারিং স্কুল ও সেনানীড় প্রজেক্টের উদ্বোধন করেন। পরে, সেনাপ্রধান খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বলেন, মানবিক সহায়তা হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, চিকিৎসা সহায়তা ও সামগ্রী বিতরণ করা হয়েছে।