খুলনার কয়রায় সোমবারের ট্রিপল মার্ডারের অভিযোগে অজ্ঞাতদের আসামি করে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
খুলনার কয়রায় সোমবারের ট্রিপল মার্ডারের অভিযোগে অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।
নিহতদের ময়নাতদন্তও আজ। সোমবার দিনমজুর হাবিবুল্লাহ গাজী, তার স্ত্রী বিউটি খাতুন ও ১৩ বছর বয়সী মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মরদেহ তিনটি পুকুরে ফেলে পালিয়ে যায়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও বলতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।