খুলনার গল্লামারী-সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কের দুটি লেন বেদখল
- আপডেট সময় : ০৫:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর গল্লামারী-সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কের ছয় লেনের দুটি লেন বেদখল হয়ে গেছে। দখল করা লেনে দীর্ঘ দিন ধরে নির্মাণ সামগ্রী, বিকল যানবাহন ফেলে রাখা হয়েছে। মাঝে মাঝে চায়ের দোকান উঠেছে। ফলে, দুর্ভোগে পড়ছে পথচারীরা। এতে করে, খুলনা সিটি কর্পোরেশনের সৌন্দর্য বৃদ্ধি, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে ১৩ কোটি টাকা গচ্চা যাচ্ছে। দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে জানায় খুসিক।
খুলনা গল্লামারী থেকে সোনাডাঙ্গা পর্যন্ত ১ দশমিক ৭২ কিলোমিটার আউটার বাইপাস সড়কটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৬ লেনে উন্নীত করে খুলনা সিটি কর্পোরেশন। রাখা আছে আধুনিক সুযোগ সুবিধা। কিন্তু সব কিছুই এখন অকেজো।
পুরো সড়ক দখলে নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। যত্রতত্র বালু, ইট ও পাথর রেখে ব্যবসা পরিচালনা করছেন তারা। সড়কের মধ্যেই দীর্ঘদিন ধরে রাখা হয়েছে অচল পিকআপ,মাইক্রোবাস ও ট্রাক।মাঝে মাঝে বসানো হয়েছে চায়ের দোকান। এছাড়া দুইপাশের লেনব্যবহারের অযোগ্য।বড় লেন দিয়েই চলছে সকল যানবাহন।ফলে সড়ক সরু হয়ে পড়ায় ঘটছে দূর্ঘটনাও সৃষ্টি হচ্ছে যানজট।
সড়ক দখলের ব্যাপারে স্থায়ীভাবে সমাধান করা উচিৎ বলে মনে করেন এই নাগরিক নেতা।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী অভিযান চলছে বলে জানায় সিটি কর্পোরেশন এই কর্মকর্তা।
দখলমুক্ত করে সড়কটির অস্তিত্ব ফিরিয়ে এনে যানবাহন স্বাভাবিক নিয়মে ও পথচারী স্বস্তিতে নিরাপদে চলাচল করতে পারে সে ব্যবস্থার আহ্বান জানিয়েছেন নাগরিক নেতারা।