খুলনার রূপসা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- আপডেট সময় : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
খুলনার রূপসা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী ১৪তম নৌকা বাইচ। গ্রাম বাংলার সংস্কৃতি-ঐতিহ্য সংরক্ষণ এবং নদ-নদী-খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টিতে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচকে ঘিরে রূপসা নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।
আকিজ বেকার্স লিমিটেডের এর বিস্কিট ব্র্যান্ড ‘ফানটাস্টিক বিস্কিট এর প্রথম সহযোগীতায়- খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের- এটি ১৪ তম নৌকা বাইচ। রূপসা নদীর ১ নং কাস্টম ঘাট থেকে খান জাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকা বাইচের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা,সাতক্ষীরা,বাগেরহাট,নড়াইল,গোপালগঞ্জ,ফরিদপুর ও যশোরসহ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৪ টি দল নৌকা বাইচ-এ অংশ নেয়। নৌকা বাইচ-এ ঢাক-ঢোল ও কাসরসহ নানা বাদ্য যন্ত্রের ঝংকার আর বৈঠার আলোড়ন উপভোগ করতে নদীর দু’পাড় ছাড়াও মাঝ নদীতে নৌকা ও ট্রলারে জড়ো হন,হাজারো দর্শণার্থী।
আয়োজকরা জানান,বিলুপ্ত প্রায় সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই- এই উদ্যোগ।
বড় গ্রুপে প্রথম হয়েছে কয়রার সুন্দরবন টাইগার নৌকা,২য় মাগুরার মাগুরা টাইগার নৌকা,৩য় তেরখাদার ভাই ভাই জলপরী নৌকা ও ছোট গ্রুপে প্রথম রিয়া নৌক বাইচ দল, ২য় কপোতাক্ষ তুফা, ৩য় কপোতক্ষ পঙ্খিরাজ।