খুলনায়ও পালিত হয়েছে বিএনপি’র কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কেরোসিন,ডিজেল ও এলপি গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি খুলনায়ও পালিত হয়েছে।
সকালে মহানগর ও জেলায় উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচি। দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তারা বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাথে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করেছে।সাধারণ মানুষের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা।যখন যেভাবে পারছে গায়ের জোরে সেটাই করছে বলে জানান তারা। করেন।এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা উপস্থিত ছিলেন।