খুলনায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
খুলনায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প ফেজ-ওয়ানের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সকালে নগরীর নূরনগর পানি উন্নয়ন বোর্ডের সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফরেষ্টি স্পেশালিষ্ট সিআইপি-ওয়ান আকবর হোসেন। বিশ্বব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের ৩টি কম্পোনেন্টে পানি ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ২০১৯ সালের ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় খুলনার দাকোপ উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে মাঠ পর্যায়ে পানি ব্যবস্থাপনা দল গঠন, সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনার কাজ করা হচ্ছে। কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকল্পের টিম লিডারসহ স্থানীয় সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।