খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় ৫জনের যাবজ্জীবন কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় ৫জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডা দিয়েছে আদালত। রোববার এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়ারব হোসেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডা দেয়া হয়েছে। জমির বিবাদ নিয়ে ২০১৩ সালের ২৫ জুলাই রাতে এ হত্যাকান্ড ঘটে।