খুলনায় পথশিশুদের নিয়ে সমাজ সেবা অধিদপ্তরের কোনো প্রকল্প নেই
- আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
খুলনায় পথশিশুদের নিয়ে সমাজ সেবা অধিদপ্তরের কোনো প্রকল্প নেই। তবে পিতা-মাতাহীন ও পরিবার থেকে বিচ্ছিন্ন বঞ্চিত শিশুদের বিকল্প যত্নের পাশাপাশি মানসম্মত শিক্ষা দিচ্ছে বেসরকারী সংস্থা এসওএস শিশু পল্লী। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যতে স্বাভাবিক জীবনযাত্রার ব্যবস্থাও করছে তার।
খুলনায় ১৯৮২ সাল থেকে মা-বাবার স্নেহ বঞ্চিত শিশুদের পরিবার ভিত্তিক সেবার সাথে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত করায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এসওএস শিশু পল্লী।
প্রতি বছর হাজারো শিশুকে সাহায্য করে বেসরকারি সংস্থাটি। সেবা নেয়া শিশু ও যুবকরা বলছেন, স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে এসওএস পল্লী।
করোনা কালীন সময়ে এসওএস বেকার ও অভাবগ্রস্ত যুব সম্প্রদায়কে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ ও কাউন্সেলিং করে স্বাবলম্বী হতে সহায়কা করেছে।
সমাজসেবা অধিদপ্তর বলছে, খুলনায় পথ শিশুদের নিয়ে তাদের তেমন কোন প্রকল্প নেই। তবে আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠায় যুবকদের নিয়ে কাজ করছেন তারা।
এসওএস শিশু পল্লীর প্রকল্প পরিচালক জানান, শিশু ও যুবকদেরকে জীবন মান উন্নয়নের সংস্থার পাশাপাশি সরকার ও বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।