খুলনায় বোরো ধানক্ষেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
খুলনায় বোরো ধানক্ষেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। দ্রুত পোকা দমন করা না গেলে চলতি বোরো মৌসুমে এ জেলায় ধান উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
তীব্র গরম ও অনাবৃষ্টিতে বোরো চারা রোপণ করায় বিপত্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। ধানের রঙ কালচে হওয়ার পাশাপাশি আক্রমণ হচ্ছে বিভিন্ন পোকার। জেলার শস্যভান্ডার খ্যাত ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদার বিভিন্ন গ্রামের কৃষকদের বড় মাথা ব্যথা এখন ধানক্ষেতে মাজরা পোকার আক্রমণ। ফসল রক্ষায় কৃষকরা কীটনাশক ব্যবহার করছেন। কিন্তু তাতেও সুফল মিলছে না। ক্রমশ পোকার আক্রমণ অত্যাধিক হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূল এবং রোগবালাই থেকে ফসল রক্ষা করা গেলে এবারও ধানের বাম্পার ফলন হবে।