খুলনায় মুঞ্জির মাস্টার হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৬:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
খুলনায় মুঞ্জির মাস্টার হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, গোপালগঞ্জে ক্ষমা বিশ্বাস খুনের ঘটনায়,
একজনের মৃত্যুদণ্ড এবং আরো দুই হত্যা মামলায় রায় দিয়েছে আদালত।
হত্যাকাণ্ডের ১৭ বছর পর খুলনার আলোচিত মুঞ্জির মাস্টার হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন।
একইসঙ্গে ৫০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ আদালতের। খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মুঞ্জির। ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মুঞ্জির মাস্টার।
গোপালগঞ্জে ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাগচী নামের একজনকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এছাড়া মামলার অপর এক আসামীকে খালাস দেয়া হয়েছে। দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দীন এই রায় দেন। ২০১৩ সালের অক্টোবরে তপু বিশ্বাসকে অপহরণরে চেষ্টা করলে বাধা দেন মা ক্ষমা বিশ্বাস। অজিতের ছুরিকাঘাতে মারা যান ক্ষমা বিশ্বাস।
নাটোরের লালপুরে জুয়েল হত্যা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছে আদালত।
দুপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় দেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
একইসঙ্গে দণ্ডিত ব্যক্তির শ্যালককেও ফাঁসির আদেশ দেয়া হয়।