খুলনায় শেখ আবুল কাশেম হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
খুলনার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলার ১জনের মৃত্যুদণ্ড ও ৬জনকে খালাস দিয়েছে আদালত।
দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। ১৯৯৫ সালের ২৫শে এপ্রিল নগরীর স্যার ইকবাল রোডে চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম ও তার গাড়ি চালককে বোমা মেরে ও গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দুই দিন পরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করে নিহতের স্বজনরা। ১৯৯৬ সালের ৫মে সাবেক এমপি আবদুল গফফার বিশ্বাসসহ ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৯৯৭ সালের ৮ জুন মামলার বিচার কাজ শুরু হলেও আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয় উচ্চ আদালত। ২০১৮ সালের ২আগস্ট উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে চলতি বছরের জানুয়ারি থেকে আবারও শুরু হয় বিচারকাজ।