ঈদুল আযহার ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
খুলনায় হচ্ছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের অংশ হিসেবে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আসন্ন ঈদুল আযহার ছুটি বাড়ানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মুসলমানদের অন্যতম পবিত্র এ ধর্মীয় উৎসবে ছুটি তিনদিনই বহাল থাকছে। তবে এ ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হল মন্ত্রিসভার বৈঠক । সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দীর্ঘ এ বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে সাতজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং আরও সাতজন সচিব মন্ত্রিসভা বৈঠকে যুক্ত ছিলেন।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে প্রধানমন্ত্রীর নানা সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে জানান। তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। তবে যেদিন ঈদ উদযাপিত হবে, তার আগে ও পরের দিন মোট ৩ দিন সরকারি ছুটি থাকবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা এর অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা।