খুলনা ও যশোরাঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা আন্দোলনে নেমেছে
- আপডেট সময় : ০৬:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা ও যশোরাঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা আন্দোলনে নেমেছে। সকাল থেকে তারা কাজ বন্ধ করে সভা-সমাবেশ করছে। রাষ্ট্রায়ত্ত পাটকলের স্থায়ী ২৫ হাজার শ্রমিককে বিজেএমসি গোল্ডেন হ্যান্ডসেকের মাধ্যমে বিদায় দিতে চাইলেও শ্রমিকরা তা মানতে নারাজ।
সকাল থেকেই যশোরের রাষ্ট্রায়ত্ত্ব পাটকল জেজেআই’র শ্রমিকরা মিলগুলিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি’তে দেওয়ার প্রতিবাদে মিলগেটে জড়ো হয়। তারা অভিযোগ করেন, বিজেএমসির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কারনে পাটকলে লোকসান গুনতে হয়। আর, এর দায় নিতে হচ্ছে শ্রমিকদের।সরকারের নতুন সিদ্ধান্তে পথে বসতে হবে তাদের।পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে শ্রমিকদের। তাই এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান, তারা।
শ্রমিক নেতারা বলেন, মিলের নানা অনিয়মের কথা উর্দ্ধতন মহলে জানিয়েও লাভ হয়নি।বরং, ছাঁটাই ও শ্রমিকদের ওপর দায় চাপানোর চেষ্টা হয়েছে বার বার। সরকারের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন এ শ্রমিক নেতা।
মিলগুলোর এই পরিণতির জন্য বাণিজ্যমন্ত্রীকে দায়ী করে, তার অপসারণ চান শ্রমিকরা।
সরকারি পাটকলের এ দুর্দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, শ্রমিক-কর্মচারিরা।