খুলনা ও যশোরে বোরো ধানের আবাদ বৃদ্ধি শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
খুলনা ও যশোরে প্রাণিসম্পদ ও মাটির লবণাক্ততায় বোরো ধানের আবাদ বৃদ্ধি শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্মশালাটি আয়োজন করে।
এতে বক্তারা বলেন, লবনের কারণে ফসলের উৎপাদন ৭০ শতাংশ কমে যায়। অনেক সময় কোন উৎপাদনই হয় না। লবনের প্রভাবে মাটির উর্বরতা এবং গাছের বেড়ে ওঠার গতি কমায় ক্ষতি হয় বোরো ধানের। লবন বিস্তারের কারণে তিন ফসলী জমি এক ফসলী হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এ কে এম মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ডক্টর মোঃ শাহজাহান কবীর।