খুলনা-বরিশালে চলছে সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
খুলনা সিটি নির্বাচনে ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লায় ও বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। অলিগলিসহ বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে পোস্টার।
লিফলেট বিতরণ করছেন নেতাকর্মীরা । সকাল থেকেই প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন জনসংযোগ ও প্রচারণা। ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা নির্বাচিত হবেন।
বরিশাল সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা থেমে নেই, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ১২ জুন নগরীর ১২৬ কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ হবে। ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।