খুলনা বিভাগে দলের তৃনমূলকে গতিশীল করার মিশনে নেমেছে জাতীয় পার্টি
- আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
খুলনা বিভাগে দলের তৃনমূলকে গতিশীল করার মিশনে নেমেছে জাতীয় পার্টি। সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন, সংসদীয় এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও প্রতিবন্ধকতা নিয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শুরু করেছেন কেন্দ্রিয় নেতারা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন বলে জানান, তারা।
জাতীয় পার্টির সাংগঠনিক মূল্যায়নে বরাবরই পিছিয়ে খুলনা বিভাগ। এখানে জাপার একজন সংসদ সদস্যও নেই। দলীয় কর্মকান্ডও অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন, সংসদীয় এলাকার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শুরু করেছেন কেন্দ্রিয় নেতারা।
থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তৃণমূলের নেতারা।একইসঙ্গে দলকে এগিয়ে নিতে কেন্দ্র থেকে সময়োপযোগী দিক-নির্দেশনা দেওয়ার আহবন জানান তারা।
জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে দুর্বল রাখতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন, তৃনমূল নেতারা। এরিমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন, কেন্দ্রিয় নেতারা। সাংগঠনিক কর্মকান্ড ও দলের রাজনৈতিক চিন্তাধারা জনগনের কাছে তুলে ধরতে পারলে জাতীয় পার্টি আরো শক্তিশালী হবে বলে আশা করে তৃনমূলের নেতা-কর্মীরা।