খুলনা মহানগরীতে বেড়েছে মশার উপদ্রব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীতে বেড়েছে মশার উপদ্রব। মশা নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশনের কোন কার্যকরী উদ্যোগ নেই বলে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খুলনায় মশার প্রজনন মৌসুম। মশার বংশবৃদ্ধি রোধে শহরের ড্রেনে ৮০ শতাংশ ডিজেল ও ২০ শতাংশ ফার্নেস অয়েল মিশ্রিত তেল ছিটিয়ে দেয়া হচ্ছে। এছাড়া লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড কীটনাশকও ব্যবহার করা হচ্ছে। শহরের মশা নিয়ন্ত্রণে কেসিসি’র এক বছরের বাজেট ৩ কোটি টাকারও বেশি। এই বিপুল পরিমাণ টাকা খরচ করেও মশা নিধনে ব্যর্থতার দায় নিতে নারাজ নগর কর্তৃপক্ষ। আর সিটি মেয়র বলছেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।