খুলনা-সিলেট নির্বাচনে নৌকার বি’রুদ্ধে কা’লো টাকা ও পেশীশ’ক্তি ব্যবহারের অভিযোগ
- আপডেট সময় : ০৭:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
জমে উঠেছে খুলনা, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দিয়েও ভোট পেতে প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন প্রার্থীরা।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের গণসংযোগে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কালো টাকা ও পেশী শক্তি ব্যবহারের অভিযোগ করেছেন, হাত পাখা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। তবে নৌকার প্রার্থী বলছেন, কোথাও কোন কালো টাকার ব্যবহার হচ্ছে না।
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সিলেট সিটি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগ অস্ত্রেও জোর দেখাচ্ছে। প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ প্রার্থী মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করে বলেন, কিছু মানুষ অবৈধ সুবিধা নিতে এ নাটক সাজিয়েছে।
সিলেট নগরীর লালবাজার এলাকা থেকে নির্বাচনের প্রচারণায় নামেন জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এসময় তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে পেশি শক্তি প্রদর্শনের অভিযোগ করেন।
বরিশাল সিটি নির্বাচনে ভোট পেতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। প্রার্থীদের দাবি ভোটাররা উন্নয়নের চেয়ে নগরীতে শান্তিফূর্ণ পরিবেশের দাবি জানান। দুপুরে নগরীর কালুশাহ ও নিউ সার্কুলার রোড এলাকায় নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ প্রচারণায়, মানুষরে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে জাতীয় পার্টি মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস অভিযোগ করে বলেন, ভোটাররা ভোট দিতে অপেক্ষা করলেও, এখনো নির্বাচনের লেবেল প্লেয়েয়িং ফিল্ড তৈরি হয়নি।
এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন ও জাকের পার্টির মেয়র প্রার্থী।