খুলশীতে জুয়ার সরঞ্জামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের খুলশী থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল রাতে তাদের নগরীর ওসমান কলোনি থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানায়, ওসমান কলোনির জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই বান্ডিল তাস, নগদ ৫৩ হাজার ৫শ’ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এদের একজন সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার মাধ্যমে চট্টগ্রাম সিএমএম আদালতে পাঠানো হয়েছে।