খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন
- আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। এদিন জন্মগ্রহণ করেছিলেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশুখৃষ্ট। দুই হাজার বছর আগের এই শুভদিনে বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম নিয়ে পৃথিবীকে আলোকিত করেন যীশু।
বড় দিন উপলক্ষে বিশেষ প্রার্থনায় করেছে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। সকাল থেকে তেঁজগাও চার্চে ধর্মানুসারীরা আসতে থাকে। গির্জা বিভিন্ন প্রার্থনার মধ্যদিয়ে শেষ করে। খ্রিস্ট ধর্মানুসারীরা ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের উপহার দেয়া এবং স্বজনের সঙ্গে সাক্ষাৎ ছিল উৎসবের মূল অনুষঙ্গ। প্রার্থনায় বিশ্ব শান্তি ও মানুষের সমৃদ্ধি কামনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। গির্জায় বড়দিনের যেসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাইরে লোকসমাগম হয়, সে ধরনের উদযাপনে খ্রিষ্টভক্তদের নিরুৎসাহিত করা হয়েছে।