খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৫ বার পড়া হয়েছে
খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।
দুপুরে রাজধানীর কাকরাইল চার্চে আয়োজিত সংবাদ সম্মেলনে, ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সরকারের উদ্যোগে সন্তোষ জানান তিনি। বলেন, বড়দিন উৎসব কেলব খ্রিস্টান সম্প্রদায়ের নয়।মানবতার চেতনায় উজ্জীবিত সকল মানুষের। যিশু খ্রিস্টের মুক্তির বাণী প্রচারের মধ্য দিয়ে সমাজের সকল অন্যায়-অবিচার দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি। সেই সাথে আগামি বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করার পরিকল্পনার কথাও জানান, বাংলাদেশে খ্রিস্টানদের সর্বোচ্চ এই ধর্মগুরু।