গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার হঠানো হবে: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার হঠিয়ে দেশে আবারো গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। সরকারের কোনো জবাবদিহিতা নেই দাবি করে, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান। বিকেলে জাতীয় প্রেসক্লাব এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কবি কন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। অনুষ্ঠানে পাঠ করা কবিতায় খালেদা জিয়ার মুক্তির শ্লোগান তুলে ধরা হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে হঠিয়ে গণতন্ত্র উদ্ধার করা হবে।
দলের নেতাকর্মীদের আন্দোলের জন্য ঐক্যবন্ধ হওয়ার আহবান জানিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই দেশে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।
বর্তমান সরকারের আমলে গুম-খুন, পাকিস্তানী শাসনকেও হার মানিয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা।