গণঅভ্যুত্থান পরবর্তী নাগরিক অধিকার নিশ্চিতের দাবি সলিমুল্লাহ খানের
- আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থান পরবর্তী আইনের শাসন, সাম্য, বাক স্বাধীনতা, শিক্ষা গবেষণা, ও চিকিৎসাসহ নাগরিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরে আলোচনা সভায় এ দাবি জানিয়ে তিনি বলেন, গণহত্যার দায়ে অবশ্যই আওয়ামী লীগের বিচার করতে হবে। অন্য বক্তারা বলেন, পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে, তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।
গণ-অভ্যুত্থান পরবর্তী দেশগঠনে জাতীয় মুক্তিযোদ্ধা জাদুঘরে “কি চাই নতুন বাংলাদেশে” শীর্ষক প্যানেল ডিসকাশনের আয়োজন করে ব্যানার নিউজ অর্গানাইজেশন।
এতে অংশ নিয়ে বিগত আওয়ামী সরকারের নানা নির্যাতন ও জুলাই-আগষ্টের গণহত্যার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। কেমন বাংলাদেশ দেখতে চান– সে নিয়েও মতামত দেন তারা।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার পুণপ্রতিষ্ঠায় মত দেন অতিথিরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে, তোষামোদী ছেড়ে জনকল্যাণে ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহবান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে, তাদের পতন আওয়ামী লীগের মতোই হবে বলেও সতর্ক করেন।
প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড.সলিমুল্লাহ খান, নতুন বাংলাদেশ বিনির্মাণে জানান তার অভিব্যক্তি। জোর দেন গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, বাক স্বাধীনতাসহ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের সাথে প্রশ্নোত্তর পর্ব শুরু হলে গণঅভ্যূত্থান নিয়ে কমিশন গঠন হবে কিনা তার জবাব দেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি জন-আকাঙ্ক্ষার বিপুল চাহিদা পূরণে সরকার প্রধানের প্রেস সচিবের কাছে বেড়ে যায় শ্রোতাদের নানা প্রশ্ন।
প্রশ্নবাণে জর্জরিত করে শেষ হয় ব্যানার নিউজের প্যানেল আলোচনা।