গণজমায়েত অতি সংক্রামক করোনা ধরন ও টিকাদানের নিম্নহারের কারণে ভারত পর্যদুস্ত : বিশ্বস্বাস্থ্য সংস্থা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
গণজমায়েত, অতি সংক্রামক করোনা ধরন ও টিকাদানের নিম্নহারের কারণে ভারত করোনার নতুন ঢেউয়ে পর্যদুস্ত বলে দাবি করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৬৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারেক জাসারেভিক বলেছেন, ভারতে এত খারাপ পরিস্থিতির কারণ গণজমায়েত নিয়ন্ত্রণ করতে না পারা, করোনার অতি সংক্রামক ধরণ বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া এবং জনসংখ্যার তুলনায় টিকা প্রয়োগের নিম্নহার। এদিকে, ভারতের স্থানীয় একটি গণমাধ্যম দিল্লির পৌরসভা কর্পোরেশনের অধীনস্ত শ্মশান এবং কবরস্থান থেকে সৎকার হওয়া কোভিডে মৃতদের জোগাড় করা তথ্যে গরমিল পেয়েছে।