গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে : কাদের
- আপডেট সময় : ০৮:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, এ দলটিই বাংলাদেশে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির মূলহোতা। সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মদিনে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইতিহাসের এক অসাধারণ ত্যাগী বিজয় লক্ষ্ণী নারী।তিনি ছিলেন বঙ্গবন্ধুর এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধা।
ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা ছিলো ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা।
এছাড়াও দিনটিতে বেগম ফজিলাতুননেসা মুজিব স্মরণে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সহযোগী সংগঠন ও মহানগরের নেতাকর্মীরা।
এদিকে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ । এতে দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকার উৎখাতে বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে।
বিএনপিকে ভুলপথ ত্যাগ করে গণতন্ত্র ও নির্বাচনের পথে আসার আহবান জানান নানক।