কোন অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যাবে নাঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির কর্মশালায় সরকারি বাসভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ আহবান জানান তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কোন অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যাবে না।
‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল’ সংক্রান্ত দলের এই কর্মশালায় মঙ্গলবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিপক্ষে সত্য তুলে ধরতে দলের অনলাইন একটিভিস্ট গ্রুপ গড়ে তুলতে হবে।
দেশের গণতন্ত্র বিকাশমান ধারায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে একে শক্তিশালী করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কর্মশালায় আলোচনাকালে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেশি ব্যবহার করছে স্বাধীনতা বিরোধীরা।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে কর্মশালায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ উপ-কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।