গণতন্ত্রের পক্ষে বাবলার শান্তি মিছিল
- আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্রের পক্ষে সাদা পতাকা হাতে শান্তি মিছিল করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা থেকে মিছিলটি শুরু হয়ে ধোলাইরপাড় চৌরাস্তায় এসে শেষ হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবু হোসেন বাবলার ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত এই শান্তি মিছিলে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলপূর্ব শান্তি সমাবেশে এমপি বাবলা বলেন, ২০১৪ সালে দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জাতীয় পার্টির গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য নির্বাচনে অংশ নেয়। একইভাবে ২০১৮ সালেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছিল গণতন্ত্র ও সংবিধান রক্ষায় ভুমিকা রেখেছে জাতীয় পার্টি।