গণতন্ত্রে বিশ্বাস রাখে না বলেই খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পর এখন গণতন্ত্র ধ্বংসে নেমেছে আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে সরকার আসলে দু’বছর ধরে মুজিববর্ষ পালন করছে অভিযোগ করে তিনি বলেন, এজন্য ওই অনুষ্ঠানে দলের বাইরে অন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
২৪ মার্চ কালো দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনার সভার আয়োজন করে ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য।
এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। একই সংগে সরকারের চলমান অন্যায় অত্যাচার নীপিড়নের বিরুদ্ধে ছাত্রদলকে সোচ্চার
রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ সরকার উন্নয়নের নামেও লুটপাট করছে বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বারবার সাম্প্রাদায়িক সম্প্রতি বিনষ্ট করছে অভিযোগ করে বিএনপির এই নেতা করোনা সংক্রমন বাড়ায় সরকারের অবহেলাকে দায়ী করেন।