গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই : বেদান্ত প্যাটেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করলেও একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতির জেরে ১৩ কূটনীতিককে তলবের বিষয়টি উঠে এলে এই জবাব দেন বেদান্ত প্যাটেল। হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩ কূটনীতিককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০ জুলাই একই কারণে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করা হয়।