গণতন্ত্র আছে বলেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নিয়মিত নির্বাচনে অংশ নিতে পারছে এবং জয়ও পাচ্ছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ তিনি মন্তব্য করেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। এদিকে, সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, নতুন বছরে চোখ খুলবে বিএনপি’র ।
বৃহস্পতিবার সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি’র নেতিবাচক ও অতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা।
বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না উল্লেখ করেন সেতুমন্ত্রী বলেন, সৃষ্টিতে নয়, তারা এখন ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে।
এদিকে, সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২০ সালের সমাপ্তি দিনের শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।