গণতন্ত্র উদ্ধারে সব দলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ার আহ্বান মীর্জা ফখরুলের
- আপডেট সময় : ০৭:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গণতন্ত্র উদ্ধারে সব দলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ আহবান জানান তিনি। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুধু বিএনপির একার নয়– পুরো জাতির সংগ্রাম। সংকট থেকে উদ্ধার পেতে হলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অন্দোলন গড়তে হবে।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- অ্যাব।
এতো প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবরার হত্যা দেশের সামগ্রিক সংকটের একটা প্রতিচ্ছবি।
গণতন্ত্রের সংকট থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নির্বাচন কমিশনসহ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান হত্যা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।