গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের ঐক্যবদ্ধ হবার আহ্বান ফখরুলের
- আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দেশ বাঁচাতে বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগীয় অঞ্চলের তারুণ্যের সমাবেশ করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুই বিভাগের ১৬ জেলার হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সরকারের পতন ঘটাতে তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিয়ে তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
বগুড়ার শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের সমাবেশে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পদচারণায় কানায়-কানায় পূর্ণ। এসময় নেতাকর্মীরা সরকারের পতন ঘটাতে আরো জোরদার কর্মসূচির আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, এখন দফা ও দাবি একটাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন। তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এসময় বিএনপি মহাসচির আরো বলেন, দেশ আজ মহাসংকটে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।