সরকার গণতন্ত্রকে পূঁজি করে স্বৈরতন্ত্র কায়েম করেছেঃ মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গণতন্ত্র প্রতিষ্ঠায় ড. এমাজউদ্দীনের কর্মকান্ড জাতীয়তাবাদী শক্তির সাহস যোগাবে বলে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দিক-নির্দেশনা হতে পারে গণতন্ত্র অগ্রযাত্রার হাতিয়ার। তিনি তার উদার, মানবিক ও মহতি কাজের জন্য চিরদিন মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন। সরকার গণতন্ত্রকে পূজি করে শ্বৈরতন্ত্র কায়েম করেছে। বিকেলে ভার্চূয়াল স্মরণ সভায় এসব কথা বলেন দলের শীর্ষ নেতারা।
গণতন্ত্রের প্রবক্তা, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদ্য প্রয়াত ড.এমাজউদ্দীনের মৃত্যুতে ভার্চূয়াল স্মরণ সভার আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এসময় প্রফেসর এমাজউদ্দীনের স্মৃতিচারণ করেন বক্তারা।
ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেন, সরকার গণতন্ত্রকে ব্যবহার করে শ্বৈরতন্ত্র প্রতিষ্ঠার করেছে বলে সমালোচনা করেন তিনি। এমাজউদ্দিন স্মৃতি সংসদ প্রতিষ্ঠার দাবি জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ড.এমাজউদ্দীন সব সময় লড়াই করেছেন। প্রখ্যাত এই রাষ্ট্রবিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণের দাবি জানান দলের শীর্ষ নেতারা।