গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে তাইওয়ানকে জো বাইডেনের আমন্ত্রন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গণতন্ত্র সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুত না হওয়া, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে এই সম্মেলন করা হচ্ছে বলে আমেরিকা দাবি করছে।
গণতন্ত্র সম্মেলনে ১১০টি দেশকে আমেরিকা আমন্ত্রণ জানিয়েছে যার মধ্যে চীন, রাশিয়া ও তুরস্ক নেই। তুরস্ক হচ্ছে ন্যাটো সামরিক জোট জোটের অন্যতম সদস্য এবং আমেরিকার মিত্র দেশ। বিশ্বব্যাপী এসব ইস্যুর উন্নয়ন ঘটনার ব্যাপারে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাইওয়ানকে আমন্ত্রণ জানানোও মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে চীন ক্ষুব্ধ হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকার করে না চীন বরং দেশটিকে তার মূল ভূখণ্ডের অংশ মনে করে। আগামী মাসে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।