গণতন্ত্র হত্যা করতে চেয়েছিলো বলেই বিএনপি দিনটি পালন করতে চায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা করতে চেয়েছিলো বলেই বিএনপি ওই নামে দিনটি পালন করতে চায়। গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের বিকল্প কিছু নেই বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন ভণ্ডুল করার নীলনকশা এঁকেছিলো। কিন্তু সেটা সফল হয়নি। ককটেল বিষ্ফোরণ, জ্বালাও-পোড়াও হচ্ছে বিএনপির রাজনীতি। কয়েকদিন ধরে বিএনপি অফিসের সামনে এ সবের নমুনা তারা দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।