গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি
- আপডেট সময় : ০৫:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে, এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
৩০ ডিসেম্বরকে গণতন্ত্রের জন্য কালো দিবস আখ্যা দিয়ে দেশজুড়ে কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছের খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। গনতন্ত্র হত্যা দিবসে কেডি ঘোষ রোডে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি আরো বলেন, চরম দলবাজি আর অপেশাদারিত্বে পরিপূর্ণ করে এক ভয়ংকর অপরিনামদর্শী খেলায় মেতেছে সরকার।
দুপুরে মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে রাজশাহী বিএনপি। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ এমন অভিযোগ এনেছেন বরিশাল বিভাগের নেতারা। পৃথকভাবে টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী সমাবেশে এ অভিযোগ করেন তারা।
গণতন্ত্র হত্যা দিবস ও একাদশ সংসদ নির্বাচনের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে। সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সীমিত আকারে আলোচনা হয়। অপরদিকে দলীয় নেতা-কর্মীরা সদর উপজেলার আহমেদপুরে নাটোর-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।
ভোট ডাকাতির প্রতিবাদে লালমনিরহাটে ডাকা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হকসহ অন্য নেতারা। শহরের আলোরুপা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে একই ইস্যুতে কর্মসূচি পালন করেছে চাঁদপুর বিএনপি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
ঝিনাইদহে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। সকালে শহরের এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এসময় বক্তারা, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।
গণতন্ত্রের কালো দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে শহর বিএনপির নেতাকর্মীরা। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে পুণঃ নির্বাচনের দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষাভ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। দুপরে শহরের সিএন্ডবি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানান তারা।