গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ সোচ্চার: বিএনপি নেতারা
- আপডেট সময় : ০৮:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি রাজপথে লাগাতার কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে বিএনপি গণমিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে দলের অন্য নেতারা বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে গণমিছিল পূর্ব সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বৈর আবহাওয়া উপেক্ষা করে নিধারিত সময়ে আগেই ব্যানার, প্লেকার্ড হাতে নেতাকর্মীদের মিছিল আর শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
গণমিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ সোচ্চার। পদত্যাগ ছাড়া সরকারের কোনো পথ নেই।
দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের রাজপথেই থাকার নির্দেশ দেন দলটির শীর্ষ স্থায়ী নেতারা। তারা বলেন, জীবন দিয়ে হলেও রাজপথের আন্দোলনে সরকার পতন ঘটানো হবে।
গণমিছিলটি কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে বাসবো বৌদ্ধ মন্দির হয়ে খিলগাঁও ফ্লাইওভার ঘুরে মালিবাগ কাচা বাজারের সামনে এসে শেষ হয়।
গণমিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।