গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু অর্থনীতি নয়, প্রাকৃতিক পরিবেশেরও উন্নতি হয়েছে।
গনভবন থেকে ভার্চুয়ালি গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ২০০৯ থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশকে সরকার এগিয়ে নিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
ওয়াক ওয়েসহ নানা উন্নয়ন কর্মকান্ডে রাজধানীর ৪’শ বছরের প্রাচীণ রমনা পার্ককে আধুনিক করা হয়েছে। রমনাসহ দেশের বিভিন্ন স্থানে গণপূর্ত ও রাজউকের ১১টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় থাকায় দেশের ক্রমাগত উন্নয়ন হচ্ছে।
আওয়ামী লীগ শুধু অর্থনৈতিক নয়, প্রাকৃতিক পরিবেশেরও উন্নতি করেছে বলে জানান শেখ হাসিনা।
চলমান বিশ্বের জ্বালানি সংকট ও মুল্যস্ফীতিতে সবাইককে বিদ্যুত, পানি ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন সরকার প্রধান।