গণতান্ত্রিক ধারায় গ্রহনযোগ্যও অংশগ্রহনমূলক নির্বাচনের তাগিদ ইউরোপীয় ইউনিয়নের
- আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আবারো গণতান্ত্রিক ধারায় গ্রহনযোগ্য,শান্তিপুর্ণ ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিল ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এ আহবান জানান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। তবে রাজনৈতিক অঙ্গনের বিভাজন নিয়ে ইসির কিছু করার নেই বলে প্রতিনিধি দলকে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যথাসময়ে নির্বাচন হতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগও নেই।
দুপুরে আগারগাও কমিশন ভবনে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ১০ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে সুইডেন ডেনমার্ক, স্পেন, ইতালি, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির উপরাষ্ট্রদূত জ্যান জ্যানোভস্কিও অংশ নেন।
সিইসির নেতৃত্বে বৈঠক অংশ নেয় কমিশনার সচিবসহ নির্বাচন কমিশনের আরো বেশ কিছু কর্মকর্তা। প্রায় একঘন্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল। বাংলাদেশে একটি সুষ্ঠু,শান্তিপুর্ন, অংশগ্রহনমূলক ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার অবশ্য দাবি করেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সন্তুষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে রাজনৈতিক মতবিরোধ নিয়ে ইসির কিছু করার নেই বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। আগামী সপ্তাহে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকে বসবে নির্বাচন কমিশন।