গণতান্ত্রিক রাষ্ট্র হবে না আফগানিস্তানঃ ওয়াহিদুল্লাহ হাশিমি
- আপডেট সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তালেবানের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি। আফগানিস্তানে সরকার গঠনে চলছে তোড়জোড়। সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদাই দেশের নেতৃত্বে থাকতে পারেন।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আফগানিস্তানে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে, তা নিয়ে আলোচনা করা হবে। তবে তা শরিয়া আইনেই হবে বলে নিশ্চিত করেছেন তিনি। আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান। এর আগে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছিল। এদিকে আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় গ্রহণ করেছেন বলে জানা গেছে। এছাড়া, আফগানিস্তানের জালালাবাদ শহরে আফগান জাতীয় পতাকা সরিয়ে তালেবান পতাকা স্থাপনকে কেন্দ্র করে বিক্ষোভে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।