তিন দিনের মধ্যে রাজধানীতে সিটিং ও গেইট লক সার্ভিস থাকবে না
- আপডেট সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গণপরিবহণে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে প্রতিদিন অভিযোগ করছে যাত্রীরা। প্রতি ৫ কিলোমিটারে ২ টাকা ২৫ পয়সা বাড়তি আদায়ের কথা থাকলেও, নিচ্ছে ৫ থেকে ১০ টাকা। এদিকে সড়ক পরিবহন মালিক সমিতির দাবি,ঢাকা শহরে চলাচল করা ছয় হাজার বাস-মিনিবাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত। দুপুরে রাজধানীর ইস্কাটনে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির নেতারা। আগামী তিন দিনের মধ্যে রাজধানীতে সিটিং ও গেইট লক সার্ভিস থাকবে না বলেও জানান তারা।
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার পর থেকে যাত্রী পরিবহন শ্রমিক মুখোমুখি অবস্থানে। যাত্রীদের অভিযোগ সরকারী সিদ্ধান্তের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সিএনজি চালিত বাসেও বেশী ভাড়া আদায় করা হচ্ছে।
সড়কে এমন পরিস্থিতি নিজেদের অবস্থান জানাতে প্রেস ব্রিফিং এর আয়োজন করে সড়ক পরিবহন মালিক সমিতি।এসময় বাস মালিক সমিতির মহাসচিবের দাবি, ১২০টি কোম্পানির ৬ হাজার গাড়ির মধ্যে মাত্র ১৯৬ টি গাড়ি সিএনজিতে চলে।
কাল থেকে ডিজেল এবং গ্যাস চালিত বাসের মধ্যে স্টিকার সংযুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী ৩ দিনের মধ্যে সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস উঠিয়ে নেয়া হবে।
ওয়ে বিলের নামে যাত্রীদের কাছ থেকে ইচ্ছ মতো ভাড়া আদায় বন্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে এমন প্রশ্নের উদউত্তর দিতে পারেনি মালিক সিমিতির নেতরা।
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়কারীদের বিরুদ্ধে সমিতি আরও কঠোর হবে বলেও জানান নেতারা। যদিও তাতে আশ্বস্ত হতে পারছে না যাত্রীরা।