গণপরিবহনসহ সব কিছু খুলে দেয়া সরকারের চরম ভুল ও অপরিপক্ক সিদ্ধান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গণপরিবহনসহ সব কিছু খুলে দেয়া সরকারের চরম ভুল ও অপরিপক্ক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে করোনা সংক্রমণ আরো চরম আকার ধারণ করবে বলেও জানান তিনি।
সকালে ঢাকার শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই ভুল পরিকল্পনা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় ফখরুল আরো বলেন, সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এছাড়া বিএনপির দেয়া পরামর্শ গ্রহণ না করে বরং তিরষ্কার করছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। করোনা নিয়ন্ত্রণে সরকারের কোন সক্ষমতা নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।