গণপরিবহনের পাল্টাপাল্টি ওভারটেকে স্বপ্ন ভাঙ্গলো মেধাবী শিক্ষার্থীর
- আপডেট সময় : ১০:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
গণপরিবহনের পাল্টাপাল্টি ওভারটেকে স্বপ্ন ভাঙ্গলো মেধাবী শিক্ষার্থী আশরাফুল আলমের। গত বুধবার নরসিংদীর মরজাল মহাসড়কে দুটি বাস পাল্লা দিয়ে ওভারটেক করার সময় ফুটপাতে থাকা মোটরসাইকেল চালক আশরাফুলকে চাপা দেয় উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঘটনা স্থলেই আশরাফুলের হাটু থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিলে ডান পা’টি কেঁটে ফেলে দিতে হয়। এ ঘটনায় মামলা না হওয়ায় বাসের মালিক, চালক এবং হেলপারকে গ্রেফতার করেনি পুলিশ।
গত বুধবার সকালে সাভার থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্চ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সিটি ইউনিভার্সিটির সিএসসি বিভাগের ৩৮তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আশরাফুল। এসময় ভৈরব থেকে ছেড়ে যাওয়া উত্তরা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস পাল্টাপাল্টি ওভারটেক করতে গিয়ে বিপরীত লেনে গিয়ে নরসিংদীর মরজালে ফুট পাতে থাকা আশরাফুলের মোটরসাইকেলের উপর তুলে দেয় যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলেই আশরাফুলের ডান পা’টি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এ্যাম্বুলেন্সে করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তার ডান পাটি কেঁটে ফেলে দিতে হয়। সেই সাথে আশরাফুলের ও তার পরিবারের স্বপ্ন ভেঙ্গে যায়। পরে ভৈরব হাইওয়ে পুলিশ উত্তরা পরিবহনের বাসটি আটক করে ভৈরবে নিয়ে আসেন। সঠিক বিচারের দাবী করেন আহত আশরাফুল।
ক্ষতিগ্রস্থ পরিবার নেয় বিচারের দাবী করছে তাই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা কথা বলেন ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ।
নেয় বিচারের মাধ্যমে বেপরোয়া চালকদের আইনের আওতায় আনবে সরকার এমটাই দাবী সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের।