গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সারাদেশের সব গণপরিবহনে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে ঢাকার সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধের পর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের অবস্থানের উপর হামলা করে ছাত্রলীগ। দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
ডিজেলের দাম বাড়ানোর পর, বাস ভাড়া বাড়িয়েছে সরকার। এরপরও বাড়তি ভাড়া আদায়ে নৈরাজ্য চলছে। এর প্রতিবাদে ও শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বক্সীবাজার এলাকায় বদরুন্নেসা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা বিভিন্ন শ্লোগান দেয়।
দুপুর সাড়ে ১২টায় সড়ক অবরোধ করে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এসময় হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় তারা।
শিক্ষার্থীদের দাবি, গণপরিবহনে হাফ ভাড়া বাস্তবায়ন না করায় রাস্তায় নেমেছেন তারা।
অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি করে দেশের সব গণপরিবহনে তা কার্যকর করতে, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, দু’পক্ষের হাতাহাতির কারণ তার জানা নেই।
বেধে দেয়া সময়ের মধ্যে দাবি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।