গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণ সমালোচনামুখর
- আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় যদি করোনা সংক্রমণ বাড়ে, তাহলে এর দায় মালিক-শ্রমিক, বিআরটিএ এবং মন্ত্রণালয় কেউই এড়াতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণ সমালোচনামুখর। এ অবস্থায় এর অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশী যাত্রী উঠানো প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। ওবায়দুল কাদের, সকালে তাঁর সরকারি বাসভবন থেকে অনলাইনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির কোভিড-১৯ সংক্রান্ত স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে একথা বলেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা দেয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা এবং ঝুঁকি ব্যবস্হাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি।