গণমাধ্যমকর্মীদের প্রণোদনা দিতে সরকারের প্রতি আহবান
- আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চিকিৎসকদের মতো গণমাধ্যমকর্মীদের প্রণোদনা দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়েই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সার্বিক চিত্র সমগ্র জাতি ও বিশ্বের কাছে তুলে ধরছেন।
সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে নাটোর জেলা প্রেসক্লাবের সাথে ভিডিও করফারেন্সে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি দায়িত্ব পালনে সুরক্ষার জন্য নাটোরের সাংবাদিকদের পিপিই প্রদান করেন এবং হাজারো দুস্থর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনী করেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, করোনা প্রতিরোধে নানা বিষয়ে জনগনকে সচেতন করার পাশাপাশি চিকিৎসার সবশেষ অগ্রগতি সাংবাদিকরা তুলে ধরছেন। তাই ঝুঁকিপূর্ণ কাজের জন্য গণমাধ্যমকর্মীদের প্রণোদনা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সরকার দলীয় নেতাকর্মীদের ত্রাণ চুরির কঠোর সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি জানান।